শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

১৬ বছর পর টাইটেল স্পন্সর ডাচ-বাংলা ব্যাংক

প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : গত পরশু টাইটেল স্পন্সর এবং ইনস্টেডিয়া রাইটস হিসেবে আগামী ২ বছরের জন্য ইমপ্রেস মাত্রা কনসোর্টিয়ামের নাম ঘোষণা করেছে বিসিবি। বিসিবিতে কমার্শিয়াল বিডে অংশ নিয়ে এই প্রতিষ্ঠানটি ২০১৮ সালের আগস্ট পর্যন্ত ২ বছরের জন্য টাইটেল স্পন্সরশিপ বিক্রি করেছে ডাচ-বাংলা ব্যাংকের কাছে, সংবাদ সম্মেলনে এ তথ্যই জানিয়েছে বিসিবি। ২০০০ সালে বাংলাদেশের অভিষেক টেস্টের টাইটেল স্পন্সর এই ব্যাংকটি ১৬ বছর পর ফিরেছে ক্রিকেটে। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে শুরু হবে ডাচ-বাংলা ব্যাংকের টাইটেল স্পন্সরশিপ, ২০১৮’র ৩১ আগস্ট পর্যন্ত হোমে ৮ টেস্ট ১২ ওয়ানডে এবং ২টি টি-২০ ম্যাচের টাইটেল স্পন্সরশিপ সত্ত¡ ইমপ্রেস-মাত্রা কনসোর্টিয়াম থেকে কিনে নিয়েছে তারা। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের নামকরন হয়েছে ‘রকেট ডাচ-বাংলা মোবাইল ব্যাকিং’ সিরিজ। টাইটেল স্পন্সরশিপ, ইনস্টেডিয়া রাইটস, প্যারামিটার, বাউন্ডারি রোপ, হোভার কাভারের স্পন্সরশিপ ইমপ্রেস মাত্রা কনসোর্টিয়ামের কাছে বিক্রি করে আর্থিকভাবে লাভবান হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন বিসিবি’র কমার্শিয়াল কমিটির চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ। বিসিবির পরিচালক এবং বিপণন ও বাণিজ্যিক কমিটির চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ সংবাদ সম্মেলনে বলেছেন, ‘প্রাথমিকভাবে ১৫টি প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছিল। সেখান থেকে আমরা নিলামে সর্বোচ্চ দর হাঁকানো প্রতিষ্ঠান ইমপ্রেস মাত্রাকে বেছে নিয়েছি। যেহেতু দল ভালো করছে তাই চুক্তির টাকার পরিমাণ আগের চুক্তির থেকে ৪০ শতাংশ বেড়েছে।’
এক্সিউম টেকনোলোজিসের কাছে ইতোপূর্বে ২ বছরের জন্য (২০১৪’র জুলাই থেকে ২০১৬’র জুন) টাইটেল স্পন্সরশিপ এবং ইনস্টেডিয়া রাইটস বিক্রি করে বিসিবি আয় করেছে ১.৮ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশী মুদ্রায় প্রায় ১৪ কোটি ৪০ লাখ টাকা)। নুতন চুক্তিতে এই খাত থেকে আয়ের পরিমাণ ছাড়িয়ে যাবে ১৭ কোটি টাকাÑএমনটাই জানিয়েছেন বিসিবি’র কমার্শিয়াল কমিটির চেয়ারম্যান। ইমপ্রেস মাত্রা কনসোর্টিয়ামের ব্যবস্থপনা পরিচালক ফরিদুর রেজা সাগর টাইটেল এবং ইনস্টেডিয়া রাইটস কিনতে পেরে বিসিবি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ১৬ বছর পর বাংলাদেশের ক্রিকেটে টাইটেল স্পন্সরশিপ পেয়ে বাংলাদেশের ক্রিকেটের অগ্রযাত্রায় অংশ নিয়ে গর্ববোধ করছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক কাজী শাসম তাবরেজÑ “ক্রিকেটে বাংলাদেশ সমীহ জাগানিয়া দল। এমন একটি দলের সঙ্গে থাকতে পেরে আমরা গর্বিত। ভবিষ্যতেও আমরা বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে থাকতে চাই।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক এবং বিপণন ও বাণিজ্যিক কমিটির চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ, বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চোয়ারম্যন জালাল ইউনুস, ইমপ্রেস মাত্রা কনসোর্টিয়ামের ব্যবস্থপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং ডাচ-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী শাসম তাবরেজ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন