শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

২০১৫-১৬ অর্থবছরে বেপজার কর্মসংস্থান প্রবৃদ্ধি ৮%

প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ২০১৫-১৬ অর্থবছরে পূর্ববর্তী অর্থবছরের তুলনায় কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে ৮% প্রবৃদ্ধি অর্জন করেছে। গত অর্থবছরে বেপজাধীন ইপিজেডসমূহে ৩৩,৫৫১ জন বাংলাদেশী নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। ২০১৪-১৫ অর্থবছরে কর্মসংস্থান সৃষ্টি হয়েছিল ৩১,০৮৪ জনের। ইপিজেডে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে রূপকল্প ২০২১ বাস্তবায়নে বেপজা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গত অর্থবছরে নতুন কর্মসংস্থানকৃত ৩৩,৫৫১ জন শ্রমিকের মধ্যে কর্ণফুলী ইপিজেডে যুক্ত হয়েছে ৮৩০৬ জন, উত্তরা ইপিজেডে ৭১২৪ জন, আদমজী ইপিজেডে ৬৩৬৮ জন, চট্টগ্রাম ইপিজেডে ৬১৫৪ জন, ঢাকা ইপিজেডে ৩৩৩০ জন, কুমিল্লা ইপিজেডে ২৫২২ জন এবং মংলা ইপিজেডে ১৫ জন। বেপজার অধীন ইপিজেডের ৪৬১টি কারখানায় বর্তমানে ৪,৫৩,৬৫২ জন বাংলাদেশি নাগরিক কাজ করছে, এর মধ্যে ৬৪% হচ্ছে নারী। বাংলাদেশের ইপিজেডসমূহ নারীর ক্ষমতায়নে গুরুত্বর্পূ ভূমিকা রাখছে। Ñপ্রেস বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন