শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

পঞ্চগড় জেলা সংবাদাতা : ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিন ছুটির পর সোমবার (১৯ সেপ্টেম্বর) আবার শুরু হয়েছে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম। দুপুর ১২টায় এ বন্দর দিয়ে ভারত থেকে পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশ করতে থাকে। ফলে শুরু হয় পুরোদমে আমদানি-রফতানি কার্যক্রম। ঈদুল আজহা উপলক্ষে বন্দরের কার্যক্রম ১০ দিন বন্ধ থাকায় ভারত-নেপাল-বাংলাদেশের মধ্যে কোনো পণ্য আমদানি-রফতানি হয়নি। বাংলাবান্ধা স্থলবন্দরের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম রেজা ও সদস্য মো: হায়দার আলী জানান, ঈদুল আজহা উপলক্ষে অ্যাসোসিয়েশনের এক জরুরি সভায় ১০ দিন বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন