শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

যারা আওয়ামী লীগের মনোনয়ন পেলেন

তিন উপনির্বাচন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ জুন, ২০২১, ১২:০১ এএম

দেশের তিনটি সংসদীয় আসনের উপনির্বাচনে দলের প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ। গতকাল আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত দলের মনোনয়ন বোর্ডের সভায় এসব প্রার্থীর নাম ঘোষণা করা হয়। তিন আসনে যারা নৌকার টিকিট পেলেন তারা হলেন- ঢাকা-১৪ আসনে আগাখান মিন্টু, কুমিল্লা-৫ আসনে আবুল হাসেম খান ও সিলেট-৩ আসনে হাবিবুর রহমান।
ঢাকা-১৪ আসনে মনোনয়ন পাওয়া আগা খান মিন্টু মিরপুর শাহ আলী থানা আওয়ামী লীগের সভাপতি, সিলেট-৩ আসনের হাবিবুর রহমান সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য এবং কুমিল্লা-৫-এ আবুল হাসেম খান বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

আগামী ১৪ জুলাই এই তিন আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এসব আসনে ১৫ জুন মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। মনোনয়নপত্র বাছাই হবে ১৭ জুন। আর ২৩ জুন মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ২৪ জুন দেয়া হবে প্রতীক বরাদ্দ।

গত ১১ মার্চ সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ায় আসনটি শূন্য হয়। ঢাকা-১৪ আসনের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের আসলামুল হক গত ৪ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যাওয়ায় এ আসনটি শূন্য হয়। এ ছাড়া সাবেক আইনমন্ত্রী, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও কুমিল্লা-৫ আসনের পাঁচবারের সংসদ সদস্য আবদুল মতিন খসরু করোনায় আক্রান্ত হয়ে গত ১৪ এপ্রিল ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এতে ওই আসনটি শূন্য হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (5)
রোদেলা সকাল ১৩ জুন, ২০২১, ২:০১ এএম says : 0
তাদেরকে বিজয়ী ঘোষণা করে দায়িত্ব বুঝিয়ে দেয়া হোক। অযথা দেশের টাকা নষ্ট করার ;দরকার নেই।
Total Reply(0)
রক্তিম সূর্য ১৩ জুন, ২০২১, ২:০২ এএম says : 0
আওয়ামী লীগের মনোনয়ন পেলে আর ভোট করার দরকার পড়ে না। অটো পাশ।
Total Reply(0)
মোঃ নাজমুল ইসলাম ১৩ জুন, ২০২১, ২:০৩ এএম says : 0
রাতের ভোটের আয়োজন না করে নৌকার প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হোক।
Total Reply(0)
হিমালয় হিমু ১৩ জুন, ২০২১, ২:০৩ এএম says : 0
এই ভোট নিয়ে আমার কোনো আগ্রহ নেই।
Total Reply(0)
মোঃ+দুলাল+মিয়া ১৩ জুন, ২০২১, ২:৩৯ এএম says : 0
তিন মাঝি এবার এক সাথে তিন নৌকা ভরলে চাউল আটা সব শেষ।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন