বাংলাদেশের শ্রমিকরা দেশে কোয়ারেন্টিন শেষে সউদী আরব গেলে সেদেশের কোয়ারেন্টিন থেকে অব্যাহতি প্রদানের অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
গতকাল ড. মোমেন সউদী আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সউদের সাথে ফোনে আলাপকালে এ অনুরোধ করেন। এতে বাংলাদেশি শ্রমিকদের খরচ সাশ্রয় হবে বলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন। বিষয়টি বিবেচনার করা হবে বলে সউদী আরবের পররাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করেন। বর্তমানে বাংলাদেশ থেকে সউদী আরবে যাওয়ার পর সাতদিন বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হয়। করোনা মহামারির মধ্যেও বাংলাদেশি শ্রমিকের সউদী গমনে অনুমতি প্রদানের জন্য সে দেশের সরকারকে ধন্যবাদ জানান ড. মোমেন। ফয়সাল বিন ফারহান আল সউদ জানান, এবছর করোনা মহামারির কারণে অন্য দেশ থেকে কোন ব্যক্তি সউদী আরবে গিয়ে হজ্জ পালন করার সুযোগ পাবেন না। তবে সউদীতে অবস্থানরত সউদী নাগরিকের পাশাপাশি অন্য দেশের নাগরিকরাও হজ্জ পালনের সুযোগ পাবেন।
ড. মোমেন বলেন, মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে সেদেশে নিরাপদ মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনকে বাংলাদেশ সর্বোচ্চ গুরুত্ব আরোপ করে। এ বিষয়ে তিনি সউদী আরবের সহযোগিতা কামনা করেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সউদী পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে তিনি তা গ্রহণ করেন এবং সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের করবেন বলে জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন