শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বিরামপুরে করোনায় আক্রান্ত ২৩

বিরামপুর(দিনাজপুর)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ জুন, ২০২১, ৬:০০ পিএম

আজ সোমবার, বিরামপুর উপজেলায় করোনায় আক্রান্ত ২ত জন। বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত দুদিন পূর্বে করোনার উপসর্গ নিয়ে সীমান্ত এলাকার কাঠলা বাজারের দাউদপুর গ্রামের সুলতান সরকার(৩৫) বিরামপুর উপজেলা নির্বাহী অফিসারের নাইড গার্ড সেকেন্দার আলী (৩৮)করোনার উপসর্গ নিয়ে মারা যায়।

ভারতে করোনার মহামারি আকার ধারন করায় পাশ্ববত্তী সীমান্ত এলাকা বিরামপুরে কাড়ছে নতুন নতুন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। ওপারের লোকজন বিভিন্ন পন্থায় এদেশে অনুপ্রবেশ করে গোপনে এখানকার জন সাধারনের সাথে মিশে বাড়ছে করোনা ভাইরাস আক্রন্তরে সংখা । প্রতিদিন উপজেলার জনসাধারনের মাঝে স্বাস্থ্য সচেতনতা বাড়ানের জন্য উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম এর ত্রেতৃত্বে উপজেলা প্রশাসন বিভিন্ন জায়গায় মাক্র বিতরন সহ বিভিন্ন কর্মসুচি পালন করলেও এ উপজেলার সাধারন করোনা ভাইরাসকে পাত্তায় দিচ্ছে না । মরনের ভয় কারো মাঝে নেই। স্বাস্থ্য সুরক্ষা নেই! প্রশাসনের পক্ষে জনগনকে করোনার প্রদুর্ভাব মোকাবেলায় সচেতন হবার আহবান জানালে ও কেউ মানছে স্বাস্থ্য বিধি।রাস্ত ঘাট, হাট বাজার শত শত মানুষের চলাচল মুখে নেই মাক্স।দোকান পাটে ভীড় লক্ষীয়। যানবাহনে ঠাসাঠাসি ।কে কার দ্বারা এ রোগে আক্রান্ত হচ্ছে বোঝার কোন উপায় নেই। বিরামপুর হাসপাতাল সুত্রে প্রকাশ, বর্তমানে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার নার্স, সহ ১১জন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা বর্তমানে কোভিড-১৯ করোনায় আক্রন্ত স্বাস্থ্যসেবা স্বাস্থ্য সেবা নিচ্ছে আইশোলেশনে । এদিকে করোনায় আক্রন্ত হয়ে স্বাস্থ্য সো দিতে গিয়ে বিরামপুর হাসপাতালের ডাঃ আব্দুল্লাহ আল মাহামুদ শোভন,সহ নার্স, ওটি, সুপার ভাইভার, মেডিকেল এসিষ্টান সহ ১১ জন করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে ভর্তি রয়েছেন।দিনাজন জেলা সিভিল সার্জান ডাঃ আব্দুল কুদ্দুস জানান,আজ ১৪ জুন, বিরামপুরে করোনায় আক্রান্ত ২৩জন,মোট সনাক্ত ৩৭৫জন, মোট মৃত্যু ১০ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন