শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

ঢাবি ও ওয়াটার এইডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আধুনিক গণশৌচাগার নির্মাণ ও রক্ষণাবেক্ষণের জন্য একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক সেরকারি সংস্থা ওয়াটার এইড বাংলাদেশ। গত রোববার বিশ্ববিদ্যালয়ের কার্যালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। চুক্তি অনুসারে, ওয়ারটার এইড বাংলাদেশ ও এইচঅ্যান্ডএম কন্সিকুয়েন্স ফাউন্ডেশনের সহায়তায় গণশৌচাগারে নারী ও পুরুষের জন্য আলাদা চেম্বার, হাত ধোয়ার ব্যবস্থা ও সেনেটারি নেপকিনের সুবিধাও থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. কামাল উদ্দিন ও ওয়াটার এইড বাংলাদেশের দেশীয় প্রতিনিধি ড. খায়রুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, ওয়াটারএইডের প্রধান নির্বাহি কর্মকর্তা বারবারা ফ্রস্ট, ট্রাস্টি বোর্ডের চেয়ার টিম ক্লার্ক ও সদস্য আনা সীগাল উপস্থিত ছিলেন। বাংলাদেশে গত এক দশকে খোলা জায়গায় মলত্যাগ প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে। বেড়েছে সেনিটেশনও। এক দশকে সেনিটেশন বাড়ি প্রতি ৩৪ শতাংশ থেকে ৯৯ শতাংশে পৌঁচেছে। কিন্তু পাবলিক ইন্সটিটিউটশন ও স্থানে সেনিটেশন এখনো বড় ধরনের চ্যালেঞ্জ। এ প্রেক্ষাপটে ওয়াটার এইড বাংলাদেশে গণশৌচাগার নির্মাণ ও স্যানিটেশন খাতে দীর্ঘমেয়াদি সহায়তা এবং সরকারি, উন্নয়ন অংশীদার,সুশীল সমাজ, বেসরকারি খাত ও সমাজের বিনিয়োগ সহযোগিতা নিয়ে এগিয়ে যাচ্ছে। চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে ওয়াটার এইডের প্রধান নির্বাহি কর্মকর্তা (সিইও) বারবারা বলেন, ’ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থানে এ ধরনের উদ্যোগ একটি অনন্য উদাহরণ হয়ে থাকবে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন