শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

লকডাউনের তৃতীয় দিনে দিনাজপুরে সদরে মৃত ৩ সদরেই আক্রান্ত ১৯০

দিনাজপুর অফিস | প্রকাশের সময় : ১৭ জুন, ২০২১, ১২:৩৭ পিএম

দিনাজপুর সদরে ৭ দিনের লকডাউনের তৃতীয় দিনে আরো তিন জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় দিনাজপুরে নুতনভাবে আরো ২৭০ জনের পজিটিভ শনাক্ত হয়েছে। এরমধ্যে সদরেই ১৯০ জন। শনাক্তের হার ৩৬.৯০।

গত মঙ্গলবার থেকে সদরে স্থানীয়ভাবে ৭ দিনের কঠোর লকডাউন ঘোষনা করা হয়েছে। জেলা প্রশাসক স্বাক্ষরিত ১৩ দফা শর্তে সকল প্রকার দোকান, হোটেল রেষ্টুরেন্ট, গণ পরিবহন এবং সদর উপজেলায় প্রবেশ ও বাহির হওয়া’র পাশাপাশি অধিক জমায়েত নিষিদ্ধ ঘোষনা করেন। কঠোন লকডাউন বলা হলেও শহরে ইজি বাইক চলাচল করছে ব্যাপকভাবে। ইজি বাইকগুলিতে গাদাগাদি যাত্রী উঠানোর ফলে লোক ডাউনের সুফলতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। লক্ষ করা গেছে মাস্ক পড়ার উদাসীনতা।

এ পর্যন্ত দিনাজপুরে ৬৭১৮ জনের করোনা-১৯ শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছে ৫৭২৬ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে ৮১ জন। এর মধ্যে কোভিট-১৯ রোগী হচ্ছে ৩৬ এবং উপসর্গযুক্ত সন্দেহভাজন রোগী ৪৫ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন