আসন্ন উইম্বলডন এবং টোকিও অলিম্পিক থেকে নাম তুলে নিলেন রাফায়েল নাদাল। আজ (বৃহস্পতিবার) টুইটারে এই ঘোষণা দিয়েছেন এই স্প্যানিশ টেনিস কিংবদন্তি। টুইটে তিনি জানিয়েছেন, শরীরকে বিশ্রাম দিতেই এই সিদ্ধান্ত। সর্বশেষ ফরাসি ওপেনের সেমিফাইনালে সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচের বিদায় নিয়েছিলেন ১৩বারের চ্যাম্পিয়ন নাদাল।
নাদাল বিবৃতিতে লিখেছেন, 'এ বছরের উইম্বলডন এবং টোকিও অলিম্পিকে অংশগ্রহণ করতে পারছি না। এমন সিদ্ধান্ত নেওয়াটা সহজ ছিল না। কিন্তু শরীরের কথা মাথায় রেখে এবং দলের সবার সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। '
তিনি আরও লিখেছেন, 'আমি টেনিস জীবনকে আরও দীর্ঘায়িত করতে চাই এবং সর্বোচ্চ পর্যায়ের টেনিস খেলতে চাই। যেহেতু রোলঁ গাঁরো এবং উইম্বলডনের মাঝে মাত্র ২ সপ্তাহ বাকি আছে, তাই সুরকির কোর্টে খেলার চাপ এবং ধকল কাটিয়ে উঠতে আমার শরীরের সময় লাগবে। এই দুই মাসে প্রচুর পরিশ্রম করেছি। তাই দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা ভেবেই এই সিদ্ধান্ত। ’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন