শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সিলেটে করোনায় কেড়েছে আরও ২ জনের প্রাণ : নতুন আক্রান্ত ১১১জন

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২০ জুন, ২০২১, ৫:৫৫ পিএম

গত ২৪ ঘন্টায় করোনায় সিলেটে কেড়েছে আরও ২ জনের প্রাণ। একই সাথে আক্রান্ত সনাক্ত হয়েছেন ১১১ জন। এরমধ্যে ৯০ জনই সিলেটের। আর একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৩৯ জন। গত বছরের মার্চ থেকে এ বছরের ২০ জুন পর্যন্ত ১৪ মাসে বিভাগে করোনায় মৃত্যু হয়েছে ৪৪৭ জনের। এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশী মারা গেছেন সিলেট জেলায়। এ জেলায় করোনায় মৃত্যু হয়েছে ৩৬৬ জনের। এছাড়া সুনামগঞ্জে ৩০ জন, হবিগঞ্জে ১৮ জন ও ৩৩ জন রয়েছেন মৌলভীবাজারের। আজ রবিবার (২০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৪ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত সনাক্ত হয়েছেন ১১১ জন। এর মধ্যে সিলেট ৯০ জন ও সিলেট ওসমানী মেডিকেলে করোনা সনাক্ত হয় আরও ২১ জনের। নতুন এই ১১১ জন সহ বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ২১০ জন। এরমধ্যে শুধুমাত্র সিলেট আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ০১৭ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৮৮৯ জন, হবিগঞ্জে ২ হাজার ৫৮২ জন ও ২ হাজার ৭২২ জনের করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছে মৌলভীবাজারে। একই সময়ে সুস্থ হয়েছেন ৩৯ জন। এরমধ্যে সিলেট ৩৬ জন ও আরও ৩ জন রয়েছেন মৌলভীবাজারে। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২২ হাজার ৬৬৪ জন। এর মধ্যে সিলেট ১৫ হাজার ৩২১ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৭৮৯ জন, হবিগঞ্জে ২ হাজার ৯০ জন ও ২ হাজার ৬৪ জন সুস্থ হয়েছেন মৌলভীবাজারে। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ জন করোনা আক্রান্ত রোগী। এরা সবাই সিলেটর বাসিন্দা। সব বিমিলিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৩৭ জন। এরমধ্যে সিলেট ২২৫ জন, সুনামগঞ্জে ৪ জন, হবিগঞ্জে ২ জন, আরও ৬ জন মৌলভীবাজারে। গত ২৪ ঘন্টায় বিভাগে করোনায় ২ জনের মৃত্যু হয়েছে তারাও সিলেটের বাসিন্দা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন