বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

ডিএসইতে লেনদেন কমেছে বেড়েছে সিএসইতে

প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার: সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক লেনদেন আগের কার্যদিবসের তুলনায় কমলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন বেড়েছে। এ সময় উভয় স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক ছিল ইতিবাচক অবস্থানে। গতকাল ডিএসই ও সিএসই’র বাজার বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, বৃহস্পতিবার দিনশেষে ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানি ও ফান্ডগুলোর মধ্যে দর বেড়েছে ১২৯টির, দর কমেছে ১৪৭টির ও দর অপরিবর্তিত ছিল ৪৭টি প্রতিষ্ঠানের। এরই ধারবাহিকতায় ডিএসইতে ১৫ কোটি ৮০ লাখ ৯৯ হাজার ৬৯২টি শেয়ার ও ইউনিট লেনদেন হয়। যার বাজার দর ছিল ৫৫৫ কোটি ২১ লাখ টাকা। অর্থাৎ আগের কার্যদিবসের তুলনায় ডিএসইতে লেনদেন কমেছে।
দিনশেষে ডিএসই’র সার্বিক মূল্যসূচক আগের কার্যদিবসের তুলনায় ৫ দশমিক ২০ পয়েন্ট বেড়ে ৪৬৬৫ দশমিক ৩৫ পয়েন্টে স্থিতি পায়। এছাড়াও ডিএসই’র শরীয়াহ্ ভিত্তিক কোম্পানিগুলোর মূল্যসূচক ডিএসইএস আগের কার্যদিবসের তুলনায় ২ দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে ১১২০ দশমিক ৪৯ পয়েন্টে ও ডিএস-৩০ সূচক ২ দশমিক ৩৪ পয়েন্ট কমে ১৭৭১ দশমিক ০২ পয়েন্টে স্থিতি পায়।
দিনশেষে টার্নওভার তালিকার শীর্ষে উঠে আসে প্রকৌশল খাতের নতুন তালিকাভুক্ত কোম্পানি ইয়াকিন পলিমার। লেনদেনের প্রথম কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২২৪ শতাংশ। এ সময় কোম্পানিটির সমাপনী দর ছিল ৩১ দশমিক ৮০ টাকা। দিন শেষে কোম্পানিটির ২৮ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয়। এদিকে, টার্নওভার তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল ইউনাইটেড পাওয়ার। দিন শেষে এ কোম্পানিটির ২৩ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়। ১৯ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার হাতবদলের মধ্য দিয়ে টার্নওভার তালিকায় তৃতীয় অবস্থানে উঠে আসে লঙ্কা-বাংলা ফিন্যান্স। এছাড়াও বৃহস্পতিবার টার্নওভার তালিকায় থাকা বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ১৬ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার, শাহজিবাজার পাওয়ারের ১৫ কোটি ৪ লাখ টাকার শেয়ার, সিঙ্গার বিডি’র ১৩ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার, স্কয়ার ফার্মার ১১ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার, ন্যাশনাল টিউবসের ১১ কোটি ২৫ লাখ টাকার শেয়ার, মবিল যমুনার ১১ কোটি ৬ লাখ টাকার শেয়ার ও আরএকে সিরামিকের ১০ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক লেনদেন আগের কার্যদিবসের তুলনায় প্রায় ৮ কোটি টাকা বেড়ে ৪০ কোটি ৯৯ লাখ টাকা অতিক্রম করেছে। এ সময় সিএসইতে লেনদেন হওয়া ২৫৫টি কোম্পানি ও ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২২টির, দর কমেছে ১০০টির ও দর অপরিবর্তিত ছিল ৩৩টি প্রতিষ্ঠানের। এ সময় সিএসই’র সাধারণ মূল্য সূচক আগের কার্যদিবসের তুলনায় ১৫ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে ৮৭২৬ দশমিক ৪৫ পয়েন্টে স্থিতি পায়। বৃহস্পতিবার সিএসইতে টার্নওভার তালিকার শীর্ষে ছিল ব্র্যাক ব্যাংক। এ সময় কোম্পানিটির ৭ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এছাড়াও টার্নওভার তালিকায় ছিল- ইয়াকিন পলিমার, ইউনাইটেড পাওয়ার, একমি ল্যাব, বাংলাদেশ সাবমেরিন, লঙ্কা বাংলা ফিন্যান্স, লাফার্জ সুরমা সিমেন্ট, কেয়া কসমেটিকস, বিএসআরএম লিমিটেড ও আরএকে সিরামিক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন