মো. নাজিম উদ্দিন স¤প্রতি পদোন্নতি পেয়ে জনতা ব্যাংক লিমিটেডের নতুন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি একই ব্যাংকে মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। মো. নাজিম উদ্দিন ১৯৮৪ সালে জনতা ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে হিসাব বিজ্ঞানে সম্মানসহ মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
৩২ বছরের ব্যাংকিং ক্যারিয়ারের বিভিন্ন সময়ে তিনি শাখা প্রধান হতে শুরু করে এরিয়া প্রধান, বিভাগীয় প্রধান এবং প্রধান কার্যালয়ের গুরুত্বপূর্ণ বিভিন্ন ডিপার্টমেন্ট প্রধান ও ডিভিশন প্রধান হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। চাকরির বিভিন্ন পর্যায়ে দেশ-বিদেশে অনুষ্ঠিত প্রশিক্ষণ এবং পেশাগত সেমিনার-সিম্পোজিয়ামে তিনি অংশগ্রহণ করেন। তিনি ১৯৫৮ সালে ঢাকার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। Ñপ্রেস বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন