মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ভিআইপি নিরাপত্তায় আফগানদের অনুশীলন আজ ফতুল্লায় প্রস্তুতি ম্যাচ

প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : আগের দিন যখন ঢাকায় পা রাখে আফগানিস্তান, নিরাপত্তার চাদরে আবৃত হয়ে হযরত শাহজালাল বিমান বন্দর থেকে টিম হোটেলে পৌঁছায় তারা। পূর্ব ঘোষণা অনুযায়ী ভিআইপি নিরাপত্তাই পায় তারা। সে ধারা অব্যহত ছিলো মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে গতকাল অনুশীলন করার সময়ও। ভিআইপি নিরাপত্তা বেষ্টনির মধ্যেই মিরপুরে জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে হালকা ওয়ার্মআপের পর স্ট্রেচিং শেষে ব্যাট-বলে নিজেদের ঝালিয়ে নেয় আফগান শিবির। প্রায় তিন ঘণ্টা অনুশীলন করার পর পুনরায় হোটেলে ফিরে যান তারা।
এই প্রস্তুতি নিয়েই আজ ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে আফগানবাহিনী। বিসিবি একাদশের সঙ্গে এ ম্যাচ খেলার পর ২৫ সেপ্টেম্বর মিরপুরে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের মুখোমুখি হবে তারা। প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পাওয়ার অপেক্ষায় দিন গুণছেন মোসাদ্দেক হোসেন ও মেহেদি হাসান মিরাজ। আশা পূরণ হবে কিনা, সেটি বলবে সময়। তবে আপাতত দুজন জায়গা পেয়েছেন আজকের আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের বিসিবি একাদশে।
বিসিবি একাদশ: ইমরুল কায়েস, এনামুল হক, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, লিটন কুমার দাস, শুভাগত হোম চৌধুরী, আবু হায়দার রনি, সানজামুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, আল আমিন হোসেন (জুনিয়র), শুভাশীষ রায় চৌধুরী, মেহেদি হাসান মিরাজ, আলাউদ্দিন বাবু।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন