বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সিলেট-৩ আসনে হাবিবের প্রার্থিতা বৈধ, উচ্চ আদালতে যাচ্ছেন জাপার আতিক

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৩ জুন, ২০২১, ৭:৩২ পিএম

সিলেট-৩ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবের পিছু ছাড়ছেন না জাপা মনোনীত প্রার্থী আতিকুর রহমান আতিক। হাবিবের প্রার্থিতা চ্যালেঞ্জ করে প্রধান নির্বাচন কমিশনার বরাবর আপিল করেছিলেন তিনি। কিন্তু সেই আপিল খারিজ করে আজ ( বুধবার) দুপুরে হাবিবের প্রার্থীতা বৈধ ঘোষনা করেছেন প্রধান নির্বাচন কমিশন। তবে এ রায়ে সন্তুষ্ট নন, আতিকুর রহমান আতিক। তিনি ইনকিলাবকে জানিয়েছেন, সাংবিধানিক অধিকার সমুন্নত রাখার স্বার্থে এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন তিনি। এমনকি আগামীকাল বৃহস্পতিবার এনিয়ে উচ্চ আদালতে আইনী ব্যবস্থা গ্রহন করবেন আতিক।


সূত্র জানায়, হাবিবের দ্বৈত নাগরিকত্ব চ্যালেঞ্জ করে সিলেট আঞ্চলিক রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেছিলেন জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান। তার অভিযোগ, রিটার্নিং কর্মকর্তা একতরফা রায় দিয়েছেন, তাদের কথা শোনেননি। যে কারণে প্রধান নির্বাচন কমিশনার বরাবরে লিখিত অভিযোগ করেন গত ২০ জুন তিনি। সেই অভিযোগের শুনানি ছিল গত মঙ্গলবার। মঙ্গলবার শুনানি শেষ না হওয়ায় বুধবার ১১টা পর্যন্ত শুনানি মুলতবি ঘোষণা করে নির্বাচন কমিশন। পরবর্তী পুনরায় শুনানী হয় আজ সকাল ১১ টা থেকে প্রায় দেড় ঘন্টা। অভিযোগের শুনানি শেষে রায় যায় হাবিবের পক্ষে। এদিকে, আ’লীগের প্রার্থীতা নিয়ে দলের সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছিল শংকা। কিন্তু সেই শংকার অবসান ঘটে নির্বাচন কমিশনের বৈধ ঘোষনার মধ্যে দিয়ে। এতে করে উৎফুল্লভাবে রয়েছে নেতাকর্মীরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন