বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

দর্শক ফিরছে লা লিগায়

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জুন, ২০২১, ১২:০৩ এএম

লা লিগা সমর্থকদের জন্য দারুণ এক সুসংবাদ দিল স্পেনের সরকার। আগামী মৌসুম থেকে আবারও গ্যালারিতে বসে ফুটবল উপভোগ করতে পারবেন ভক্ত-সমর্থকরা। স্পেনের স্টেডিয়ামগুলোতে ২০২১-২২ মৌসুম থেকে দর্শক ফেরানোর বিষয়টি গতপরশু ঘোষণা দেন স্পেনের স্বাস্থ্যমন্ত্রী কারোলিনা আরিয়াস। শুধু তাই নয়, দর্শক ফিরবে বাস্কেটবলেও। তবে স্টেডিয়ামে দর্শকের পরিমাণ কেমন হবে, তা নির্ধারণ করবে স্বায়ত্তশাসিত অঞ্চলগুলো। প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত বছরের ১২ মার্চ স্থগিত করা হয়েছিল ২০১৯-২০ লা লিগা। পরে জৈব-সুরক্ষা বলয়ে ওই মৌসুম শেষ করা হয়েছে। শেষ হয়েছে পরের মৌসুমও, কিন্তু দর্শক ফেরানো হয়নি। তবে সে লক্ষ্যে দেশটি ইতোমধ্যে একধাপ এগিয়েছে চলতি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে (ইউরো)। সেভিয়ার লা কার্তুজায় গ্রুপ পর্বের ম্যাচ হয়েছে তিনটি, প্রতিটিতেই নির্দিষ্ট পরিমাণ দর্শক ছিল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন