সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

দুই মাস বন্ধ থাকার পর শেরপুরের নাকোগাঁও স্থল বন্দরে আমদানি কার্যক্রম শুরু

প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

শেরপুর জেলা সংবাদদাতা : দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর আজ দুপুর থেকে শেরপুরের নাকোগাঁও স্থল বন্দরে আমদানি কার্যক্রম শুরু হয়েছে।
এর আগে বন্দর কর্তৃপক্ষ ও আমদানিকারকদের সাথে আমদানিকৃত পাথর ও কয়লা মাপার পদ্ধতিসহ নানা অনিয়মের অভিযোগে সৃষ্ট বিরোধের কারণে নাকোগাওঁ স্থল বন্দরের আমদানি কার্যক্রম ৬মাস বন্ধ থাকার পর গতবছরের ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে ৪/৫দিন পাথর আমদানি শুরু হলেও একই কারণে তা আবার বন্ধ হয়ে যায়। এবার দুই মাস বন্ধ থাকার পর বন্দর কর্তৃপক্ষ ও আমদানি কারক ব্যবসায়ীদের মধ্যে সমঝোতা হওয়ায় তা আজ থেকে আবার চালু হলো।
এ বন্দরের পাথর এবং কয়লা আমদানি করেই ৯৮ভাগ রাজস্ব আয় হয়ে থাকে। ভারতীয় অংশে জটিলতার কারণে গত দুই বছর থেকেই কয়লা আমদানি বন্ধ রয়েছে। এতে এ বন্দরে ৬০ভাগেরও বেশী রাজস্ব আয় কমে গেছে। পাথর আমদানিও বন্ধ হয়ে যাওয়ায় রাজস্ব আয় শূন্যের কোঠায় নেমে এসেছিল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন