বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

বিশ্বকাপ কাবাডিতে লক্ষ্য রুপা

প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : রৌপ্যপদক জয়ের আশা নিয়ে বিশ্বকাপ কাবাডিতে অংশ নিতে আগামীকাল ভারতের আহমেদাবাদের উদ্দেশে ঢাকা ছাড়বে ১৫ সদস্যের জাতীয় পুরুষ কাবাডি দল। আগামী ৭ অক্টোবর ১২টি দলের অংশগ্রহণে শুরু হওয়া টুর্নামেন্টের ‘এ’ গ্রæপে খেলবে বাংলাদেশ, বর্তমান চ্যাম্পিয়ন ভারত, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও আর্জেন্টিনা এবং ‘বি’ গ্রæপে রানার্সআপ ইরান, থাইল্যান্ড, জাপান, আমেরিকা, কেনিয়া ও পোল্যান্ড। জাতীয় দলের পৃষ্ঠপোষকতা করছে বাংলাদেশ এডিবল ওয়েল লিমিটেডের মিজান গ্রæপ। বিশ্বকাপে ২০০৪ ও ’০৭ সালের দু’আসরে ব্রোঞ্জপদক জিতলেও এবার শক্তিশালী পাকিস্তান ও শ্রীলংকা খেলছে না বলেই রৌপ্য জয়ের স্বপ্ন দেখছেন বাংলাদেশ দলের কর্তারা। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি ও দলের ম্যানেজার নিজামউদ্দিন চৌধুরী পারভেজ। এ সময় সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও পৃষ্ঠপোষক মিজানের শোয়েব মো. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন