মগবাজারে বিস্ফোরণে আহত আরো একজনের গতকাল বুধবার সকালে মৃত্যু হয়েছে। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। তার নাম ইমরান (২৫)। মগবাজারের ওই বিস্ফোরণের ঘটনায় এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ জনে।
রোববার ঘটনার দিনই ৭ জন নিহত হয়েছিলেন। গত মঙ্গলবার ধ্বংসস্তূপের ভেতর থেকে একজনের লাশ উদ্ধার করা হয়। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন বলেন, মগবাজারের বিস্ফোরণের ঘটনায় তিনজন আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তাদের মধ্যে ইমরান হোসেন মারা গেছেন। তার শরীরের ৯০ শতাংশ পুড়েছিল। ইমরানের বোন আইরিন সাংবাদিকদের বলেন, আমার ভাইয়া আর নাই। সে বেঙ্গল মিটের সেলসম্যান হিসেবে ২ বছর ধরে কাজ করছিল। তিন বছর হলো বিয়ে করে শান্তিনগরে থাকছিল ভাইয়া।
নিহতের বাবা আব্দুল মজিদ বলেন, আমার একটা ছেলে, একটা মেয়ে। ছেলেটা আমাকে ছেড়ে চলে গেল। সকালে আমার ছেলে না ফেরার দেশে চলে গেছে। আমার তো আর কিছু রইল না। কী নিয়ে বাঁচবো? অন্য দিকে মগবাজারের বিস্ফোরণের ঘটনায় দুইজন নিহতের লাশ ময়নাতদন্ত শেষে হস্তান্তর করা হয়েছে। তারা হলেন- হারুনুর রশিদ (৭০) ও ইমরান (২৫)। গতকাল বিকেল ৩টায় তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ। গত ২৭ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মগবাজারের রেখা নীড় ভবনের সামনের অংশে বিস্ফোরণের বিকট শব্দে ভবনের সামনের ও পেছনের অংশ ধসে পড়ে এবং মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।
বেশ কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। বিস্ফোরণের ঘটনার কারণ অনুসন্ধানে ৭ সদস্যের কমিটি করেছে পুলিশ সদর দফতর।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন