শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

মগবাজারে বিকট শব্দে বিস্ফোরণ, ২৭ জন ঢামেকে ভর্তি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ জুন, ২০২১, ৮:৩২ পিএম | আপডেট : ৯:৩৪ পিএম, ২৭ জুন, ২০২১

রাজধানীর মগবাজারে বিকট শব্দে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে বিস্ফোরণটি গাড়ির সিলিন্ডার নাকি কোনো ভবনের এসি তা এখনো নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের কোনো খবর না পাওয়া গেলেও আহত হয়েছেন অর্ধশতাধিক। তাদের মধ্যে ২৭ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়েছে।

রোববার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় মগবাজার ওয়্যারলেস গেট এলাকার আড়ংয়ের শোরুমের সামনে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. শাহজাহান শিকদার বলেন, ‘ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি অ্যাম্বুলেন্সসহ নয়টি ইউনিট পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, ‘আমরা একটি এসি বিস্ফোরণ হওয়ার সংবাদ পেয়েছি। কেউ কেউ ফোন করে বলেছে গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ।’

হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) গোলাম আজম বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। এখানে অর্ধশতাধিক আহতের খবর পাচ্ছি। তবে এখনো নিশ্চিত নয়। এখন পর্যন্ত নিহতের কোনো খবর পাইনি।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন