রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

লকডাউন দেখতে বের হয়ে উত্তরায় অর্ধ শতাধিক আটক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ জুলাই, ২০২১, ৩:৩১ পিএম

লকডাউনের প্রথমদিন কেমন যাচ্ছে, তা দেখতে অকারণে বাইরে বের হওয়ায় উত্তরার বিভিন্ন এলাকা থেকে অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এছাড়া একই সময় ২০ টি যানবাহনকে মামলা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপ কমিশনার (ডিসি) সাইফুল ইসলাম বলেন, পুলিশ সদস্যরা উত্তরা, বিমানবন্দর, দক্ষিণখান, উত্তরখান, তুরাগ থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছেন। কোনো যৌক্তিক কারণ ছাড়া ঘরের বাইরে আসায় অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে।

এছাড়া, ২০টি যানবাহনকে মামলা দেয়া হয়েছে। কিছু যানবাহন আটকানো হয়েছে। সরকারের নির্দেশনা বাস্তবায়নে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলে জানান তিনি।

ডিসি জানান, উত্তরার বিভিন্ন পয়েন্টে সকাল থেকেই দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা।

এসব চেকপোস্টে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ এবং সংশ্লিষ্ট থানার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যান চলাচল নিয়ন্ত্রণে কাজ করছেন। জরুরি প্রয়োজনে যারা সড়কে বেরিয়েছেন তাদের মুখোমুখি হতে হচ্ছে পুলিশের জিজ্ঞাসাবাদের।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন