সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চট্টগ্রামে লকডাউনে ৩৭ মামলা জরিমানা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১ জুলাই, ২০২১, ৮:৩৫ পিএম

চলমান লকডাউনে নগরীতে বিধি নিষেধ অমান্য করায় ৩৭টি মামলায় প্রায় ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নয় জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, খুলশী এলাকায় অভিযান পরিচালনা করেন মুহাম্মদ ইনামুল হাসান। তিনি একটি মামলায় ৫০০ টাকা জরিমানা আদায় করেন। চকবাজার ও বাকলিয়া এলাকায় অভিযান চালান ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত। তিনি ৭ মামলায় ৭০০ টাকা জরিমানা আদায় করেন। মো. উমর ফারুক কোতোয়ালী এলাকায় ৬টি মামলায় ১ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করেন। হালিশহর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা মো. মাসুদ রানা। তিনি ৪ মামলায় ৪ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করেন।

পতেঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করেন মো. জিল্লুর রহমান। তিনি ৪ মামলায় ১ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করেন। রেজওয়ানা আফরিন একটি মামলায় ১ হাজার টাকা, নুরজাহান আক্তার সাথী বন্দর ও ডবলমুরিং এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৯ মামলায় ১ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করেন। চান্দগাঁও ও পাঁচলাইশ এলাকায় অভিযান পরিচালনা করেন প্লাবন কুমার বিশ্বাস। পাহাড়তলী ও আকবরশাহ এলাকায় অভিযান পরিচালনা করেন ফাহমিদা আফরোজ। তিনি ৭ মামলায় ২ হাজার টাকা জরিমানা আদায় করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন