১৫ দিনে সারাদেশে পৌনে তিন লাখের অধিক (দুই লাখ ৮০ হাজার ৫৮৯টি) গাছ লাগিয়েছে যুবলীগ। এর মধ্যে ঢাকা উত্তর বিভাগে ২৩ হাজার ২০০, ঢাকা দক্ষিণ বিভাগে ৩২ হাজার, চট্টগ্রাম উত্তরে ৩৪ হাজার ৪০০, চট্টগ্রাম দক্ষিণে ১৫ হাজার ৪৮৪, রাজশাহীতে ১৮ হাজার ৫০০, খুলনায় ১ লাখ ৮ হাজার ৭০৫, সিলেটে ৫ হাজার ৭০০, বরিশালে ৫ হাজার, রংপুরে ২৪ হাজার ৬০০, ঢাকা মহানগর উত্তর শাখায় ১০ হাজার ও ঢাকা মহানগর দক্ষিণ শাখায় ৩ হাজার টি বৃক্ষ রোপণ করা হয়েছে।
গতকাল সংগঠনের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়- গত ১৫ জুন (পহেলা আষাঢ়) কুর্মিটোলা হাইস্কুল এ্যান্ড কলেজ মাঠে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। উদ্বোধনের পর থেকে যুবলীগের নেতা-কর্মীরা প্রতিটি ওয়ার্ড/ ইউনিয়ন/ পৌরসভা/ উপজেলা/ জেলা ও মহানগরে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রেখেছে। ইতোমধ্যে গত ১৫ দিনে (১৫ জুন-৩০ জুন) যুবলীগের নেতৃত্বে সারাদেশে প্রায় ২ লাখ ৮০ হাজার ৫৮৯টি বৃক্ষ সফলভাবে রোপণ করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন