শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

পশ্চিমাঞ্চল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মেয়র লিটন

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০২০, ৭:১৫ পিএম

১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২০ স্মরণে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল, রাজশাহী ও রেলওয়ে শ্রমিক লীগ রাজশাহীর যৌথ উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজশাহী রেলওয়ে মাঠে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পশ্চিমঞ্চল রেলওয়ের মহা-ব্যবস্থাপক মিহির কান্তি গুহ। বিশেষ অতিথি ছিলেন পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলী আল-ফাত্তাহ মোঃ মাসউদ রহমান। পশ্চিমাঞ্চল রেলওয়ের সিওপিএস, সিসিএম, সিসিআরএনবি, সিএসটিই, সিএমওসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ কর্মসুচিতে অংশ নেন রাসিকের কাউন্সিলর তৌহিদুল হক সুমন, রেজাউল হক মঞ্জু ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, মোহাতার হোসেন, মেহেদী হাসান, জহুরুল ইসলাম, আকতার আলী, সভাপতি ওয়ালী খানসহ রেলওয়ে শ্রমিক লীগের নেতৃবৃন্দ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন