মাথা ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। শুক্রবার (২ জুলাই) দুপুরে তাকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। রাঙ্গার বাড়ির কেয়ারটেকার কামাল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, দুপুরে মসিউর রহমান রাঙ্গার মাথাব্যথা শুরু হয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি হাসপাতালের সাধারণ কেবিনে ভর্তি আছেন। এখনও তার করোনা পরীক্ষা করা হয়নি। আজ পরীক্ষা হতে পারে।
রাঙ্গার অসুস্থতার খবর দলের কাউকে এখনও জানানো হয়নি বলে উল্লেখ করে কামাল বলেন, স্যারের (মসিউর রহমান রাঙ্গা) অবস্থা ভালো আছে। এ কারণে দলের কাউকে কিছু জানানো হয়নি। করোনা পরীক্ষার রিপোর্ট আসার পর দলের চেয়ারম্যানকে জানানোর পরিকল্পনা রয়েছে। ২০২০ সালের ২৬ জুলাই সাবেক মন্ত্রী মসিউর রহমান রাঙ্গাকে জাপার মহাসচিব পদ থকে সরিয়ে দিয়ে জিয়াউদ্দিন বাবলুকে মহাসচিব করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন