শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

চট্টগ্রামে লকডাউনে চুপিসারে বিয়ে, ধরা পড়লো ইউএনওর হাতে

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২ জুলাই, ২০২১, ৮:৩৩ পিএম

চট্টগ্রামে কঠোর লকডাউনে চুপিসারে বিয়ে সেরে বাড়িতে যাওয়ার পথে ধরা পড়লো ইউএনওর হাতে। গাড়িতে বর ও কনে, সঙ্গে ছিলেন দুই আত্মীয়। মোট চারজন। হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অভিযানে ধরা পড়েন তারা। পরে ৭ দিন ঘরে থাকার অঙ্গীকারে বাড়ি ফেরেন নব দম্পতি। লকডাউন বাস্তবায়ন করতে ভোর থেকে মাঠে নামেন ইউএনও রুহুল আমিন ও সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্লাহ।

এ সময় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন তারা। বেশ কিছু স্থানে জরিমানাও করেন।

শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে হাটহাজারী বাসস্ট্যান্ডের সামনে অভিযান পরিচালনার সময় এক নব দম্পতিকে সিএনজি অটোরিকশা থেকে আটক করা হয়। পরে আগামী ৭ জুলাই পর্যন্ত ঘর থেকে বের হবে না এ অঙ্গীকার করায় তাদের ছেড়ে দেওয়া হয়। ইউএনও রুহুল আমিন বলেন, সীমিত পরিসরে বিয়ে করে বাড়ি যাচ্ছিলেন বর কনেসহ চারজন। তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তারা আগামী ৭ দিন বাড়ি থেকে বের হবে না মর্মে অঙ্গীকার করলে ছেড়ে দেওয়া হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন