রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

রাজধানীতে ১৮৪ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০২১, ৪:৩৪ পিএম

দেশে শুরু হওয়া সাত দিনব্যাপী সর্বাত্মক লকডাউনের (বিধিনিষেধ) তৃতীয় দিন চলছে। রাজধানীতে লকডাউনের বিধিনিষেধ পালন না করে বাইরে বের হওয়ায় ১৮৪ জনকে গ্রেফতার করা হয়েছে। জরিমান করা হয়েছে ৫০ হাজার ৬৫০ টাকা।

শনিবার (২ জুলাই) সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে জানানো হয়, তৃতীয় দিনের লকডাউননে নিয়ম অমান্য করে বাইরে বের হওয়ায় দুপুর ১২টা পর্যন্ত ১৮৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৫০ হাজার ৬৫০ টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২ জুলাই) অকারণে সড়কে বের হওয়ায় ৩২০ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এর আগে প্রথম দিন ৫৫০ জনকে আটক করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন