রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

লোহাগড়ায় আলোক ফাঁদ ব্যবহারে পোকা দমন

প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

লোহাগড়া (নড়াইল) উপজেলা সংবাদদাতা : নড়াইলের লোহাগড়া উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ আলোক ফাঁদ ব্যবহারের মাধ্যমে উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন মাঠে আমন ধান ক্ষেতে পোকামাকড় শনাক্তকরণে ব্যাপক তৎপর রয়েছে। উপজেলার বিভিন্ন বøকে আমন মৌসুমে নিয়মিত সন্ধ্যায় আলোক ফাঁদ ব্যবহার করছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, আলোক ফাঁদ ব্যবহারের ফলে আলোর প্রতি সংবেদনশীল সব পোকা আলোতে আকৃষ্ট হয়ে আলোক ফাঁদের নিকট আসে এবং সেখান থেকে বিভিন্ন ক্ষতিকর পোকা বিশেষ করে মাজরা পোকার মথ, বাদামি গাছ ফড়িংসহ অন্যান্য ক্ষতিকর পোকার উপস্থিতি শনাক্ত করে যদি ক্ষতিকর পোকার উপস্থিতি বেশি দেখা যায় সে অনুযায়ী কৃষকদের সমন্বিত বালাই ব্যবস্থাপনার মাধ্যমে ক্ষতিকর পোকামাকড় দমনের পরামর্শ প্রদান করা হচ্ছে। এখনো পর্যন্ত অত্র উপজেলায় ক্ষতিকর পোকামাকড়ের আক্রমণ পরিলক্ষিত হয়নি। সম্প্রতি কাশিপুর ইউনিয়নের কাশিপুর ও বাহিরপাড়া বøকে আলোক ফাঁদ ব্যবহার করতে দেখা যায়। সেখানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সমরেন বিশ্বাস, প্রবীর কুমার সরকার, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো: আনোয়ার হোসেন, উপ-সহকারী কৃষি অফিসার প্রবীর কুমার দাস, উপ- সহকারী কৃষি অফিসার ও বাহিরপাড়া বøকের কৃষক মো: নাজমুল শিকদার, তরিকুল ইসলাম, মিজানুর রহমান, মো: সেলিম এবং পদ্মবিলা ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের সদস্য মো: ওহেদুজ্জামান, কৃষক হাসানুজ্জামান, মাহফুজুর মোল্যা প্রমুখ। কৃষকের কাছ থেকে জানা যায়, আলোর ফাঁদ ব্যবহার করে তারা উপকৃত হচ্ছেন এবং ক্ষতিকর পোকামাকড় শনাক্তসহ কৃষি সম্প্রসারণ বিভাগ থেকে প্রয়োজনীয় পরামর্শ পাচ্ছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন