সংক্রমন মাত্রাতিক্ত হারে বেড়ে চলায় গত ১ জুলাই থেকে সাত দিন ব্যাপী কঠোর লকডাউন চলছে। জেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব, ও আনসার সদস্যদের নিয়ে ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছে। বাজার, অফিস ও চিকিৎসাসহ বিভিন্ন অজুহাত দিয়ে ঘরের বাহির হচ্ছেই। যৌক্তিক কারন না পেলে জরিমানা করছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি, পুলিশ সুপার আনোয়ার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্তুজা আল মুঈদ সকাল থেকে রাত পর্যন্ত শহরের প্রতিটি এলাকায় টহল অব্যাহত রেখেখে। শহরের প্রবেশ মুখসহ বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ চেকপোষ্ট বসিয়ে জিঙ্গাসাবাদ করছে। যৌক্তিক কারন না থাকলে ফিরিয়ে দেয়া হচ্ছে। মোটর সাইকেল আরোহীদের জরিমানা করছে ট্রাফিক পুলিশ।
দিনাজপুরের জেলা প্রশাসন সুত্রে জানা গেছে, গত তিন দিনে জেলায় লোকডাউন না মানায় জেলায় ৪৮১টি মামলা ও ২ লক্ষ ৭৯ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন