শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মুন্সীগঞ্জে লোকসমাগম ও চলাচল বৃদ্ধি পেয়েছে

মুন্সীগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০২১, ৪:৪০ পিএম

মুন্সীগঞ্জে সর্বাত্মক লকডাউনে সম্পুন্নভাবে জনসাধারণকে ঘরে রাখা যাচ্ছে না। প্রয়োজনে বা অপ্রয়োজনে ঘর থেকে বের হয়ে আসছে। মিশুক অটো চলাচল করায় লকডাউনের ৪র্থ দিনে লোকসমাগম ও চলাচল বৃদ্বি পেয়েছে।শহরের সকল দোকান পাট শপিংমল বন্ধ থাকলেও মফস্বল এলাকায় ছোট ছোট দোকান পাট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের চোখ ফাকি দিয়ে খোলা রয়েছে। মীরকাদিম ও রিকাবীবাজার বন্দরে ব্যবসায়ীরা সারাদিন এক শাটার নামিয়ে দোকান খোলা রাখছে। মোবাইল কোট আসলে দোকানের শাটার নামিয়ে দিচ্ছে পুলিশ চলে গেলে আবার খুলে ফেলছে । পুলিশ শহরের মোড়ে মোড়ে অবস্থান করায় কোন যানবাহন চলাচল করেনি। ২১ জন নির্বাহী ম্যাজিষ্টেটের এর নেতৃত্বে জেলায় ২১টি ভ্রাম্যমান আদালত পরিচালিত হচ্ছে। লকডাউনের বিধি নিষেধ অমান্য করায় ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্বে ৮২টি মামলায় সর্বমোট ৫৪ হাজার ৭শত টাকা জরিমানা আদায় করা হয়। কঠোর লকডাউন বাস্তবায়নে পুলিশের পাশাপাশি ৩ প্লাটুন সেনাবাহিনী ২ প্লাটুন বিজিবি কাজ করছে।ধলেশ্বরী নদীতে মুক্তারপুর সেতুর নীচে নৌপুলিশ ব্যারিকেট দিয়ে নৌচলাচল নিয়ন্ত্রণ করছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন