শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কঠোর লকডাউন : নীলফামারীতে ১১৭ মামলা

নীলফামারী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০২১, ৪:৫৫ পিএম

সারাদেশের মতো নীলফামারীতেও তৃতীয় দিনেরও কঠোর লকডাউন অব্যাহত রয়েছে। রবিবার জেলা প্রশাসনের মিডিয়া সেল সেন্টারের দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে নেজারত ডেপুটি কালেক্টর(এনডিসি) জাহাঙ্গীর হোসাইন জানান, কঠোর বিধিনিষেধে আইন অমান্য করে অযথা ঘুরে বেরানো, মাস্ক ব্যবহার না করা এবং স্বাস্থ্য বিধি না মানায় জেলার জুড়ে শনিবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ১১টি ভ্রাম্যমাণ আদালতের টিম অভিযান পরিচালনা করেন। এতে ১১৭টি মামলায় ১ লাখ ৫ হাজার ৭০০ টাকার জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি ১৯ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। কঠোর লকডাউনে তৃতীয় দিনে সকাল থেকে জেলা জুড়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে সেনাবাহিনী, বিজিবি পুলিশ, র‌্যাব টহল অব্যাহত রেখেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন