বিশেষ সংবাদদাতা : তামীম, সাকিবহীন দলে ইনজুরি কাটিয়ে ফিরেছেন সবেমাত্র মাশরাফি। এমন একটি দলকে ২ বছর আগে হারিয়ে দিয়ে কী উৎসবই না করেছে আফগানিস্তান। প্রথম মোকাবিলায় বাংলাদেশের বিপক্ষে জয়, আইসিসি’র পূর্ণ সদস্য কোনো দেশকে ওয়ানডেতে প্রথম হারানোর আনন্দ। বাংলাদেশের মাটিতে সেই প্রতিপক্ষের বিপক্ষে লড়াইয়ে অবতীর্ণ হওয়ার আগে ২ বছর আগের সেই সুখস্মৃতিই মনে পড়েছে আফগান দলের। সেই ম্যাচে ৯০ রানের ম্যাচ উইনিং ইনিংসের নায়ক আসগর স্টানিকজাই এখন আফগান দলের অধিনায়ক। অতীত সেই সুখস্মৃতির পুনরাবৃত্তিই কামনা করছেন তিনি। দোভাষীর মাধ্যমে সেই হুংকারই দিয়েছেন আফগান অধিনায়কÑ‘দুই বছর আগে বাংলাদেশকে হারিয়েছি, তা মনে আছে। আমাদের দল টেস্ট খেলুড়ে দলের বিরুদ্ধে বেশ কিছু ম্যাচ খেলেছে। তখন আমরা অনেক কম অভিজ্ঞ ছিলাম। কিন্তু এখন আমরা বিশ্বকাপ, এশিয়া কাপ খেলেছি। আমাদের বিশ্বাস, আগের চেয়ে অনেক শক্তিশালী দল আফগানিস্তান। আমি আশা করছি, এবার দলটা আগের চেয়ে ভালো খেলবে।’
আইসিসি’র পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে জিম্বাবুয়ের বিপক্ষে ২টি সিরিজ জয়ের গর্বতেই বলীয়ান আফগান অধিনায়ক। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজেও সাফল্যের ছক আঁকছেন এই আফগানÑ‘আমরা সবাই এখানে এসেছি জয়ের জন্য। পূর্ণ সদস্য দেশগুলোর বিপক্ষে আমরা সেরাটা দিতে চেষ্টা করব। আমরা তাদের বিপক্ষে খেলে অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারবে এবং আমরা পূর্ণ সদস্য দেশগুলোর বিরুদ্ধে অনেক ম্যাচ খেলতে চাই।’
বাংলাদেশে সফরকে সামনে রেখে ভারতের উত্তর প্রদেশে ১৫ দিনের ক্যাম্পে নিজেদের ঝালিয়ে নিয়েছে আফগানিস্তান। সিরিজপূর্ব প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশকে ৬৬ রানে হারিয়েছে সফরকারীরা। ২ লেগ স্পিনারের পরীক্ষাও নিয়েছেন আফগানিস্তান কোচ লালচাঁদ রাজপুত। এতেই ছন্দ খুঁজে পেয়েছেন সফরকারী দলের ভারতীয় কোচÑ‘প্রস্তুতি ম্যাচে জয় পাওয়ায় ছন্দে আছে দলটি। তাছাড়া আমাদের দলটা খুবই ভারসাম্যপূর্ণ। খুব ভালো মিডিয়াম পেসার আছে, স্পিনারও আছে। তারা বাংলাদেশের উইকেট থেকে সাহায্য পেতে পারে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলে আসা তরুণ ক্রিকেটার আছে আমাদের দলে। তাছাড়া ভারতে অনুষ্ঠিত ক্যাম্পে তারা ভালো করেছে।’
বাংলাদেশের বিপক্ষে এই প্রথম দ্বি-পাক্ষিক সিরিজে খেলার সুযোগটাকেই বড় করে দেখছেন আফগানিস্তান কোচÑ‘সত্যি বলতে কি, আমরা সবাই রোমাঞ্চিত। টেস্ট-প্লেয়িং দেশের বিপক্ষে খেলতে পারা সব সময়ই চ্যালেঞ্জিং। এটাই এ দু’দলের প্রথম দ্বিপাক্ষিক সিরিজ, যা আমাদের এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে অনেক বড় অনুপ্রেরণা দেবে। এই সিরিজ আমাদের ক্রিকেটারদের অনেক এগিয়ে নিয়ে যাবে। এ রকম টেস্ট প্লেয়িং দেশের বিপক্ষে ম্যাচ আমাদের অনেক সাহায্য করবে।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন