শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

রাজধানীতে আটক-জরিমানায় চলছে কঠোর লকডাউনের পঞ্চম দিন

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০২১, ১২:১৩ পিএম

মানুষ নানা প্রয়োজনে বাসা থেকে বের হচ্ছেন। কোনোভাবেই তাদের থামানো যাচ্ছে না। বিশেষ করে নিন্মআয়ের মানুষের অবস্থা সব চেয়ে খারাপ। যারা দিনে এনে দিনে খায় তারা চরম কষ্টের মধ্যে দিনযাপন করছেন।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারঘোষিত সাত দিনের কঠোর লকডাউনের পঞ্চম দিন চলছে আজ। বৃষ্টি উপেক্ষা করে লকডাউন কার্যকরে মাঠে রয়েছেন পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও র‌্যাব সদস্যরা।

রাজধানীর বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হলে জরিমানা এবং গ্রেপ্তারও করা হচ্ছে। তবে জরুরি পরিষেবায় নিয়োজিতরা পরিচয়পত্র দেখিয়ে ও প্রয়োজনীয়তার বিষয়টি তল্লাশির সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়ে গন্তব্যে বা কর্মস্থলে যেতে পারছেন।

আজ সোমবার ব্যাংক বিমা এবং শেয়ার বাজার খুলছে। তবে লেনদেন হবে সীমিত পরিসরে। ব্যাংক লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত। শেয়ারবাজার ১০টা থেকে ১টা এবং বীমা ১০ থেকে ২টা পর্যন্ত খোলা থাকবে। রাজধানীর অলিগলিতে মানুষের সমাগত খুব বেশি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন