করোনা সংক্রমণ রোধে নোয়াখালীতে লকডাউন চলছে। কিন্তু জীবন জীবিকার তাগিদে লকডাউনের মধ্যে কিছু যানবাহন চলাচল করছে। বিশেষ করে কিছু ব্যাটারী চালিত রিকসা ও সিএনজি যাত্রী নিয়ে চলাচল করছে।
অন্যান্য্য দিনের তূলনায় আজ সোমবার সড়কে কিছু লাকজন চলাচল করছে। এরপাশাপাশি কিছু যানবাহনকে সড়কে দেখা যাচ্ছে। তবে জরুরি প্রয়োজনে বাধ্য হয়ে রাস্তায় লোকজনের আনাগোনা বেড়েছে বলে অনেকে জানিয়েছেন। তবে আইন শৃঙ্খলা বাহিনীর টহলদারি ও মোবাইল কোর্ট সক্রিয় রয়েছে।
কয়েকজন অটো রিকসা চালক ও সিএনজি চালকের সাথে আলাপকালে তারা জানায়, দীর্ঘদিন যাবত লকডাউনের কারনে পরিবার পরিজন নিয়ে অতি কষ্টে দিনযাপন করছে। করোনার কারনে জনজীবন স্তব্দ হলেও পেটের ক্ষুধা নিরারণে রোজগার করতে হচ্ছে। তাই করোনা ও আটকের ঝুঁকি নিয়েও ঘর থেকে বের হতে বাধ্য হয়েছি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন