শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বগুড়ায় ৫ম দিনে ভেঙে পড়েছে লকডাউন

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০২১, ২:১৮ পিএম

বগুড়া সার্কিট হাউসের সামনে টিসিবির ট্রাককে ঘিরে মানুষের জটলা ও ভীড় ।-ইনকিলাব ।


সরকার ঘোষিত লকডাউন গত চারদিন মোটামুটি পালন হলেও ৫ দিনে তা’ ভেঙে পড়েছে বগুড়ায় । ৫ম দিনে সোমবার বগুড়া শহর ও শহরতলীর সর্বত্রই যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। অধিকাংশ দোকানপাটই ছিল খোলা।
কারন জানতে চাইলে বগুড়ার বিশিষ্ট ব্যবসায়ী রাজিবুল ইসলাম জানালেন , ব্যাংক খোলা থাকায় প্রায় সবাই টাকা তুলতে বেরিয়েছেন । টাকা তুলে মাসিক বাজারহাট করার জন্য তারা বাজার ও দোকান পাটে ভীড় করেছে । শহরে রিক্সা সহ যানবাহন চলাচলের এটা একটা বড় কারন ।
শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় অটোচালক দুলাল প্রামানিকের ভাষ্য , আয়ের মাধ্যমতো একটাই । এক স্যার ব্যাংকে নিয়া আসছে। বলছে, পুলিশ ধরলে আমি দেখবো। তার ভাষ্য শহরের পাড়া মহল্লায় যানবাহন চলছে স্বাভাবিকভাবেই।
সাতমাথায় ডিউটিরত এক পুলিশ কর্মকর্তা বললেন , ভাই পরিস্থিতি বড় জটিল কঠিন , জীবন জীবীকার সমন্বয় করেই আইন প্রয়োগ করতে হবে।
সপ্তাহ ব্যাপী বন্ধ থাকার পর টিসিবি পণ্যের ট্রাক এসেছে রাস্তায় । প্রতিটি ট্রাকের পেছনেই দেখা গেছে , ভোক্তাদের লম্বা লাইন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন