বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

প্রবাস জীবন

সার্ভার জটিলতা চার দিনেও নিরসন হয়নি

করোনা টিকা নিবন্ধন পুরাতন প্রক্রিয়ায় চালুর দাবি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০২১, ৩:৫৩ পিএম

বিদেশগামী কর্মীদের টিকার নিবন্ধন জটিলতা আজও নিরসন হয়নি। সার্ভার জটিলতা চার দিনেও সুরাহা করা সম্ভব হয়নি। আজ সকাল থেকে শত শত বিদেশগামী কর্মী টিকার নিবন্ধনের জন্য রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে জড়ো হয়। নিবন্ধনের ২০০ টাকার ফি বিকাশ ও রকেটের সার্ভারে রিসিভ করেনি। ফলে আগত বিদেশগামী কর্মীরা চরম ভোগান্তির কবলে পড়ে টিকার নিবন্ধন করতে পারেনি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা আগত প্রবাসী কর্মীদের নিবন্ধনের ২০০ টাকা ও ফরম জমা দিয়ে যাওয়ার অনুরোধ জানায়। বিএমইটির সূত্র মতে থেমে থেকে নগদ কোম্পানীর মাধ্যমে নিবন্ধনের মাত্র সাড়ে ৪ শ’ কর্মীর কার্যক্রম সম্পন্ন হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে বিদেশগামী একজন কর্মী বলেন, সার্ভার জটিলতা দীর্ঘ দিনেও সমাধানের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তিনি বলেন, প্রধানমন্ত্রী বিদেশগামী কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেয়ার নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়ন করতে হলে অবিলম্বে বিএমইটির পূর্বের নিয়ম অনুযায়ী ব্যাংকের মাধ্যমে ২০০ টাকা জমা দিয়েই টিকার নিবন্ধন সম্পন্ন করতে হবে। অন্যথায় বিদেশগামী কর্মীদের টিকা দেয়ার ক্ষেত্রে কেলেংকারি মুখোমুখী হতে হবে। এদিকে, সারাদেশের ৫ কেন্দ্রেও বিদেশগামী কর্মীরা টিকার নিবন্ধন করতে না পেরে চরম হয়রানির শিকার হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন