সরকার ঘোষিত সাত দিনের কঠোর বিধি নিষেধের পঞ্চম দিন সোমবারও চুয়াডাঙ্গায় কঠোর অবস্থানে ছিল প্রশাসন। সকাল থেকে জেলার প্রবেশ পথগুলোতে চেকপোস্ট বসিয়ে তদারকি করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা। লকডাউনকৃত এলাকাগুলোতে নিয়মিত অভিযান চালাচ্ছেন ১৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সরকারী নির্দেশনা ও স্বাস্থ্যবিধি অমান্যকারীদের জরিমানার আওতায় আনছেন ভ্রাম্যমান আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফিরোজ হোসেন জানান, গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৮টি মোবাইল কোর্টে ৪২টি মামলায় ৬৩ জনকে ৪৪ হাজার ৮০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। লকডাউন বাস্তবায়ন করতে গুরুত্বপূর্ণ স্থানে নিয়োমিত টহল দিচ্ছে ৪ প্লাটুন সেনাবাহিনী ও ৩ প্লাটুন বিজিবিসহ পুলিশ এবং আনসার সদস্যরা।
এদিকে স্বাস্থ্য বিধি মেনে কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান বেলা ১২টা পর্যন্ত খোলা ছিল। সব ধরনের শপিংমল, দোকান ও গণপরিবহন বন্ধ রয়েছে। রাস্তায় মানুষের উপস্থিতি ছিল অন্য দিনের চেয়ে কিছুটা বেশী।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন