শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কঠোর লকডাউনে গাইবান্ধায় ভ্রাম্যামাণ আদালতে ৩৬৬টি মামলা

২ লাখ ৬১ হাজার ৮৫০ টাকা জরিমানা আদায়

গাইবান্ধা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০২১, ৩:১৭ পিএম

গাইবান্ধায় কঠোর লকডাউনে জেলা ও উপজেলায় সরকারি নির্দেশনা অমান্য, দোকানপাট খোলা রাখা ও স্বাস্থ্যবিধি না মানার কারণে ভ্রাম্যামাণ আদালত এ পর্যন্ত বিভিন্ন এলাকায় ৩৬৬টি মামলায় ২ লাখ ৬১ হাজার ৮৫০ টাকা জরিমানা আদায় করেন। লকডাউন কার্যকর করতে জেলা ও উপজেলা প্রশাসনের গঠিত ১৭টি ভ্রাম্যমাণ আদালত ও আইন শৃঙ্খলা বাহিনী সার্বক্ষনিক দায়িত্ব পালন করছেন।
লকডাউন শুরুর প্রথম দিন থেকেই গাইবান্ধার সাত উপজেলায় প্রশাসন ১৭টি ভ্রাম্যমাণ আদালত গঠন করে। এই ভ্রাম্যমান আদালত ৩৬৬টি মামলায় ২ লাখ ৬১ হাজার ৮৫০ টাকা জরিমানা আদায় করেন দায়ের করেন। এরমধ্যে সদর উপজেলায় ২৫টি মামলায় ১৯ হাজার, পলাশবাড়ীতে ৬টি মামলায় ২ হাজার ৬০০, গোবিন্দগঞ্জে ১০টি মামলায় ১৭ হাজার ১৫০, ফুলছড়িতে ৪টি মামলায় ৩ হাজার ৩০০, সাঘাটায় ২০টি মামলায় ১৪ হাজার ৪০০, সাদুল্যাপুরে ৮টি মামলায় ৮ হাজার ৪০০ ও সুন্দরগঞ্জে ৭টি মামলায় ৫ হাজার ৬০০ টাকা জরিমানা করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন