শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সিলেটে শিশুসহ তিন নাইজেরিয়ান নাগরিক আটক

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০২১, ২:৩০ পিএম

সিলেটে শিশুসহ তিন নাইজেরিয়ান নাগরিক আটক করেছে গোয়েন্দা পুলিশ। সিলেটের তামাবিল স্থলবন্দরের প্রায় দেড় কিলোমিটার ভেতর থেকে তাদেরকে আটক করা হয়।

আজ বৃহস্পতিবার সকালে গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা সংস্থার একটি দল তাদেরকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ১ টি ল্যাপটপ, ৯ টি মোবাইল হ্যান্ডসেট, ৩ টি পাসপোর্ট, ১ টি ড্রাইভিং লাইসেন্স , ১ টি ইন্ডিয়ান আধার কার্ড, ১ টি নাইজেরিয়ান এনআইডি কার্ড, ১৬০০ ইউএস ডলার ও ২৮০ ইন্ডিয়ান রুপি জব্দ করা হয়।

আটককৃতরা হচ্ছে, ইমনানুল ননমেদি ওয়াগাওয়াম (৪২), স্ত্রী পাউল ইবুদি অকিচুকাও (২৭) ও ফেবুর অসিনাচি ওয়াগাওয়াম নামের সাড়ে ৩ বছরের এক মেয়ে শিশু।

গোয়াইনঘাট থানার ওসি পরিমল দেব জানান, গোয়েন্দা সংস্থার একটি দল তামাবিল স্থলবন্দর এলাকা থেকে শিশুসহ তিনজনকে আটক করে। তাদেরকে ১টার দিকে গোয়াইনঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। ইতোমধ্যে নাইজেরিয়ান নাগরিকদের কাছ থেকে ৩ টি পাসপোর্ট, ১ টি ড্রাইভিং লাইসেন্স , ১ টি ইন্ডিয়ান আধার কার্ড জব্দ করা হয়েছে। তারা বৈধ পথে আসছে না অবৈধ পথে প্রবেশ করে সেসব বিষয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। বিষয়টি পুলিশের সাথে সাথে ইমিগ্রেশন পুলিশও কাজ করে যাচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন