রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ভিসা জটিলতায় আটকে গেলেন রুবেল ও শামীম

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১০ জুলাই, ২০২১, ১২:০০ এএম

জিম্বাবুয়ে সফরের ওয়ানডে দলে থাকা পেসার রুবেল হোসেন ও টি-টোয়েন্টি দলে ডাক পাওয়া তরুণ অলরাউন্ডার শামীম হোসেন ভিসা জটিলতার কারণে জিম্বাবুয়ে যেতে পারছেন না। পরশু রাত ও গতকাল ভোরে দুই ভাগে জিম্বাবুয়ে সফরে গিয়েছেন ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের ক্রিকেটাররা। তাঁদের সঙ্গে যেতে পারেননি রুবেল ও শামীম। ভিসা সমস্যার সমাধান হলে দুজনই জিম্বাবুয়ের পথে উড়াল দেবেন। ওদিকে এর মধ্যেই জিম্বাবুয়েতে পৌঁছে গেছে ওয়ানডে দলে থাকা মোহাম্মদ সাইফউদ্দিন, মোহাম্মদ নাঈম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ মিঠুন। জিম্বাবুয়ে পৌঁছে করোনা পরীক্ষাতেও সবাই নেগেটিভ হয়েছেন। পরশু ভোরে রওনা দিয়ে জিম্বাবুয়ের পথে আছেন সৌম্য সরকার, মেহেদী হাসান, নাসুম আহমেদ ও আমিনুল ইসলাম। বিসিবির এক সূত্র জানিয়েছে, দেশে থেকে যাওয়া রুবেল ও শামীম দলের সঙ্গে যোগ দিতে পারেন আজ অথবা কালের মধ্যে।
জিম্বাবুয়েতে এখন বাংলাদেশ টেস্ট দল আছে খেলার মধ্যে। একমাত্র টেস্ট শেষ হলেই পুরোদমে শুরু হবে ওয়ানডে সিরিজের প্রস্তুতি। ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৬, ১৮ ও ২০ জুলাই। এরপর টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৩ জুলাই থেকে। এই সিরিজের বাকি ম্যাচ দুটি ২৫ ও ২৭ জুলাই। সব কটি ম্যাচই হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন