শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

খুলনা বিভাগে ২৪ ঘন্টায় ৪৬ জনের প্রাণহানি, আক্রান্ত ৭৭২

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১০ জুলাই, ২০২১, ১:৫৬ পিএম

খুলনা বিভাগে করোনাভাইরাসের গত ২৪ ঘণ্টায়  ৪৬ জনের মৃত্যু হয়েছে। ভাইরাসটি শনাক্ত হয়েছে ৭৭২ জনের শরীরে। 


আজ শনিবার (১০ জুলাই) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন। এরআগে শুক্রবার ১০ জুলাই বিভাগে সর্বোচ্চ ৭১ জনের মৃত্যু হয়েছিল। সবমিলিয়ে বিভাগে মোট মৃত্যু ১৫০০ ছাড়িয়েছে।  
 
স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৮ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়া জেলায়। বাকিদের মধ্যে খুলনায় ১০ জন, যশোরে ১০ জন; ঝিনাইদহে ৪ জন, মেহেরপুরে ও নড়াইলে দুজন করে মারা গেছেন। 
 
খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে শুক্রবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৬৯ হাজার ৯৫৯ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৫৩৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৫ হাজার ২৫২ জন।
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন