শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

শেরপুরে শিশুকে বাঁচাতে গিয়ে কিশোরের মৃত্যু

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ জুলাই, ২০২১, ৪:৪৭ পিএম

শেরপুরের মৃগীনদীতে গোসল করতে নেমে পানিতে পড়ে যাওয়া এক শিশুকে বাঁচাতে গিয়ে রাকিব (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানায়, ১০ জুলাই শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে শেরপুর পৌরসভাধীন বারাকপাড়া মহল্লার  শওকত আলীর ছেলে রাকিব (১৫) ও সুজন মিয়ার ছেলে মারুফ (৮) মীরগঞ্জে থানাঘাট ব্রীজের নিকট মৃগী নদীতে গোসল করতে নামে। এসময় মারুফ নদীর গভীর পানিতে চলে যায়, রাকিব তাকে  উদ্ধার করতে গিয়ে মারুফকে বাচাঁতে পারলেও নিজেই গভীর পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন দুই ঘন্টা চেষ্টা করে রাকিব কে নদী থেকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহােম্মদ বিষয়টি নিশ্চত করে বলেন, নিহত রাকিবের লাশ সুরতহাল রিপৌর্ট করা হয়েছে এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্হা গ্রহন প্রক্রিয়াধীন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন