কলাপাড়ায় দশম দিনে লকডাউন না মানায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৩ জনকে অর্থদন্ড দেয়া হয়েছে। শনিবার সকাল ১০.১৫টা থেকে শুরু করে দুপুর ১.৪৫টা পর্যন্ত কলাপাড়া পৌর শহরের সদর রোড, চৌরাস্তা, পাখিমাড়া বাজার এবং মহিপুর বাজারে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল আইন ২০১৮ এর ২৪/১ ধারা লংঘনে ২৪/২ ধারামতে ১৩ জনকে মোট নয় হাজার তিনশত টাকা অর্থদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডল।
মোবাইল কোর্ট পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট জগৎ বন্ধু মন্ডল জানান, দশম দিনের অংশ হিসেবে সরকার ঘোষিত লকডাউন না মানায় ১৩ জনকে ৯ হাজার তিনশত টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। তিনি আরও জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন