মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

বার্লিনে যুবতীদের নগ্নবক্ষে বিক্ষোভ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ জুলাই, ২০২১, ১২:০২ এএম

সন্তানদের সাথে নিয়ে গায়ের পোশাক খুলে উন্মুক্ত বক্ষে বার্লিনে ওয়াটারপার্কে বসেছিলেন ফরাসি এক মা গাব্রিয়েল লেব্রেটন। কিন্তু পুলিশ গিয়ে তাতে বাদ সাধে। তিনি টপলেস থাকার কারণে পুলিশ তাকে ওই ওয়াটারপার্ক থেকে জোরপূর্বক উঠিয়ে দেয়। এর প্রতিবাদে জার্মানির বার্লিনে মারিয়ানেনপ্লাটজে শনিবার দুপুরে নারীরা নগ্নবক্ষে প্রতিবাদ বিক্ষোভ করেছেন। এর নাম দেয়া হয়েছিল ‘নো নিপল ইজ ফ্রি আনটিল অল নিপলস আর ফ্রি’। এ বিক্ষোভের আয়োজন করে হেডোনিস্ট ইন্টারন্যাশনাল। তাদের ওয়েবসাইটে সবার জন্য সমতা দাবি করা হয়েছে। সব নারীর বক্ষকে ‘বিউটিফুল’ বলে আখ্যায়িত করা হয়েছে। এ নিয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশ করেছে একটি ট্যাবলয়েড পত্রিকার অনলাইন সংস্করণ। এতে তারা যেসব ছবি প্রকাশ করেছে, তা এখানে উপস্থাপন করা সম্ভব নয়। টপলেস ওই বিক্ষোভে অংশ নিয়েছিলেন মূলত নারীরা। তাদের বক্ষদেশ ছিল পুরো উন্মুক্ত। তবে স্পর্শকাতর স্থান ছিল কালো কালি দিয়ে ঢাকা। এক্ষেত্রে ব্যবহার করা হয় বডি পেইন্টিং। এসব নারী সাইকেলে চড়ে বিক্ষোভ করেন। তাদের সাথে যোগ দেন কিছু পুরুষও। তাদেরকে দেখা যায় নারীদের বক্ষবন্ধনী ব্যবহার করেছেন বুকে। এ সময় যুবতীদের বুকে পিঠে লেখা ছিল ‘ফ্রি দ্য বুবস’। ‘মাই বডি, মাই চয়েস’। ’ানীয় মিডিয়ার মতে, গাব্রিয়েল লেব্রেটন ও তার এক বন্ধু দুই সন্তানকে নিয়ে ওয়াটারপার্কে গিয়েছিলেন সাঁতার কাটতে। তিনি একটি সুইমস্যুট পরছিলেন। এ সময় তাকে বক্ষবন্ধবী পরতে নির্দেশ দেয় পুলিশ। কেন তাকে তা পরতে হবে, তা নিয়ে বার বার প্রশ্ন করেন তিনি । শরীরের উপরের অংশে কিছু পরতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, পুরুষরা খালি গায়ে সানবাথ করতে পারলে, তিনি কেন পারবেন না। উল্লেখ্য, জার্মানিতে শরীরের আংশিক নগ্ন রাখা আইনগতভাবে নিষিদ্ধ নয়। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন