শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

তাদের কাছে বন্ধুত্বই শেষ কথা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১২ জুলাই, ২০২১, ১২:০০ এএম

দু’জন খুব ভালো বন্ধু। বার্সেলোনায় খেলার সুবাদে হৃদ্যতা, সেটি এখন অন্য পর্যায়ে। মারাকানার হারের পর নেইমার আর মেসির খুনসুটির দৃশ্য এখন নেটদুনিয়া কাঁপাচ্ছে। ব্রাজিলীয় তারকা আর্জেন্টিনার কাছে হারের পরই মাঠে বসেই মেসির সঙ্গে মেতে উঠলেন গল্পে-আড্ডায়। ব্যাপারটা যেন এমন, ‘খেলা শেষ, এইবার বলো বন্ধু তোমার কী খবর!’ অথচ মাঠে তারা হাড্ডাহাড্ডি লড়াই-ই করেছেন। একচুলও ছাড় দেননি একে অন্যকে। কিন্তু যেই খেলা শেষ, তারা ভুলে গেলেন মাঠের সেই পেশাদারি তিক্ততা। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর খেলা, সমর্থকেরা একে অন্যের প্রতি বিদ্বেষ লালন করেন। কিন্তু দ্বৈরথের দুই নায়কই ম্যাচ শেষে একে অন্যকে জড়িয়ে ধরে তৈরি করলেন অসম্ভব সুন্দর এক দৃশ্য। মাঠে খেলা যা-ই হোক, ডি মারিয়ার গোল, কিংবা মেসির সেই দৌড়, নেইমারের সেই ড্রিবলিং-মারাকানার সবচেয়ে সুন্দর দৃশ্য তৈরি হয়েছে ম্যাচের পরই। মারাকানায় কোপার ফাইনালের পর যেটি বোঝা গেল, দুজনের বন্ধুত্বটা আসলে পেশাদারি শৃঙ্খল, পেশাদারি কৃত্রিমতার সীমা ছাড়িয়ে অনেকটাই আন্তরিক। একই ক্লাবে খেলা, সুখ-দুঃখ ভাগাভাগি করে নেওয়া, সর্বোপরি প্রতিবেশী দেশের নাগরিক হিসেবে প্রায় একই ধরনের সংস্কৃতি ধারণ করা, মেসি আর নেইমার যেন বন্ধুত্বে বড় এক উদাহরণই। খেলা শেষে মেসি-নেইমারের পাশাপাশি বসা দৃশ্যটাই আসলে সত্যি। এই সত্যই যেন ফুটবলকে সব সময়ই দারুণ কিছু বানিয়ে রেখেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন