শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সরিষাবাড়ীতে মাদরাসার অধ্যক্ষর উপর হামলা

থানায় অভিযোগ দায়ের

সরিষাবাড়ী(জামালপুর)সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ জুলাই, ২০২১, ৭:৩০ পিএম

জামালপুরের সরিষাবাড়ীতে ডোয়াইল ইউনিয়নের ঐতিহ্যবাহী গাড়াডোবা সিরাতুন্নবী আলিম মাদরাসার অধ্যক্ষ মওলানা আবু বকর সিদ্দিকের উপর রবিবার রাতে হামলা করে এলাকার কিছু বখাটে। এ ঘটনায় সোমবার দুপুরে সরিষাবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের হয়। মাদরাসার অধ্যক্ষ ও থানার অভিযোগ সুত্রে জানা যায়, গাড়াডোবা গ্রামের ইসমাইল,সুজন, ডালিম, মনি,রব্বানীসহ কতিপয় ৮/১০জন বখাটে রবিবার রাত সাড়ে আটটায় মাদরাসার অধ্যক্ষ আবু বকর সিদ্দিককে বাড়ী থেকে ডেকে নিয়ে মাদরাসা সংলগ্ন মসজিদের কিছু জমি দখল করার নিমিত্তে সাদা কাগজে জোর পূর্বক স্বাক্ষর নিতে চাপ সৃষ্টি করে। অধ্যক্ষ স্বাক্ষর করতে অস্বীকৃতি জানালে তাকে মাথায় আঘাত করে। অধ্যক্ষ তাদের হাত থেকে দৌড়ে পালিয়ে মাদরাসার মসজিদে এসে আশ্রয় নেয়। সেখানে কয়েকজন মুসুল্লি এশার নামাজের জন্য আসে। সেখানেও এসে মুসুল্লিদের সামনে বাঁেশর লাঠি দিয়ে আঘাত করতে থাকে। ফেরাতে গিয়ে কয়েকজন মুসুল্লিসহ অধ্যক্ষ গুরুতর আহত হন। এ ঘটনায় এলাকায় থম থমে ভাব বিরাজ করছে। সোমবার দুপুরে অধ্যক্ষ আবু বকর সিদ্দিক বাদী হয়ে ইসমাইল সুজনসহ কয়েক জনকে আসামী করে সরিষাবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করে। সরিষাবাড়ী থানার তদন্ত কর্মকর্তা আঃ মজিদ জানান, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন