রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

স্লগের ৪ ওভারকে কৃতিত্ব দিলেন ওয়ালশ

প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : বাংলাদেশের বিশেষজ্ঞ বোলিং কোচ হিসেবে আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা এটাই প্রথম উইন্ডিজ লিজেন্ডারি কোর্টনি ওয়ালশের। প্রথম ম্যাচেই প্রতিপক্ষ নাভিশ্বাস উঠিয়ে ছেড়েছে বাংলাদেশ দলের। তবে ড্রেসিংরুমে কোচিং স্টাফ কখনো স্নায়ু চাপে পড়েনি বলে গতকাল মিডিয়াকে জানিয়েছেন ওয়ালশÑ‘দীর্ঘদিন আমরা খেলিনি বলে ম্যাচে কিছুটা অস্বস্তিতে ছিলাম। তবে হেড কোচ খেলার সময় সেরা অবস্থানে ছিলেন। কারণ, এমন পরিস্থিতির সঙ্গে অবশ্যই তিনি অনেক বেশি অভ্যস্ত। আমরা স্নায়ুচাপে ছিলাম না ঠিকই, কিন্তু উদ্বিগ্ন ছিলাম। যদি ছেলেরা ভাল করে সেক্ষেত্রে আমাদের সুযোগ আছে, এ বিশ্বাস ছিল। আমরা ভেতরে (ড্রেসিং রুমে) বলাবলি করছিলাম যে যদি ভাল দুটি ওভার করতে পারি এবং ওই ওভারগুলোতে উইকেট নিতে পারি খেলাটা পাল্টে যাবে। আমরা যখন উইকেট নিতে থাকব তখন আমাদের অনেক সুযোগ থাকবে।’
ইনজুরি কাটিয়ে বাংলাদেশ দলে ফেরা পেস বোলার রুবেল হোসেন এবং আইসিসি’র বোলিং নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা তাসকিনকে কৃতিত্ব দিয়েছেন তিনি। শ্লগে তাসকিনের ২, রুবেলের এক এবং সাকিবের ওভারের প্রশংসা করেছেন ওয়ালশÑ ‘ছেলে দু’টি (রুবেল, তাসকিন) অসাধারণ ভাল বোলিং করেছে শেষ দুই ওভারে।খেলার আগে সে (তাসকিন) কিছুটা চাপে ছিল। কারণ সে আইসিসি কর্তৃক রিপোর্টেড ছিল। সার্বিকভাবে তার একটি খারাপ দিন হতে পারতো এবং সেটা আমাদের এই ম্যাচ হাতছাড়া করে দিতো। কিন্তু সে যেভাবে ফিরেছে সেটার কৃতিত্ব তাঁকে দিতেই হবে। সাকিব খেলার চিত্র পাল্টে দেয়া একটা ওভার করেছে। এটা দারুণ একটা দলগত নৈপুণ্য।’
প্রথম তিনটি স্পেলে অনিয়ন্ত্রিত বোলিংয়ের পরও ৪৮ এবং ৫০তম ওভারে তাসকিনকে বল দিয়ে ঝুঁকি নিয়েছিলেন অধিনায়ক মাশরাফি। ওই দুই ওভারে ৪ উইকেট শিকারেই বাংলাদেশকে উৎসবের উপলক্ষ এনে দিয়েছেন তাসকিন। আইসিসি’র তরফ থেকে বোলিং বৈধতা ঘোষণার ৪৮ ঘন্টার মধ্যে ম্যাচে নেমে এমন পারফরমেন্সে মুগ্ধ মাশরাফিও। তাসকিনের হাতে ওই দু’টি ওভারে বল তুলে দেয়ার আগে কি বলেছিলেন মাশরাফি, জানেনÑ ‘আমি ওকে বলেছিলাম, আগের বাজে ওভারগুলোর কথা ভেবে বোলিং করলে এখান থেকে দলকে হারাতে পারো। কিংবা দলকে জেতাতে ওসব ভুলে গিয়ে নতুন উদ্যমে বল করে পারো। বাকিটা তোমার ওপর। আমার ধারণা এই কথায় কাজ হয়েছে। ম্যাচ শেষে তাসকিনের সঙ্গে কথা বলেছি এটা নিয়েই। সে বলেছে, ওই কথা সে পজিটিভলি নিয়েছিল। প্রতিজ্ঞা করেছিল শেষ ২ ওভারে ভালো করবে।’ শেষ তিন ওভারে তাসকিন, রুবেলকে বেছে নেয়ার কারণটাও জানিয়েছে মাশরাফিÑ‘তাসকিনকে বেছে নেওয়ার কারণ, ধারাবাহিকভাবে সবচেয়ে বেশি ইয়র্কার দিতে পারে সে। রুবেলও পারে ভালো ইয়র্কার দিতে পারে। তাসকিন-রুবেল আগেও শেষের ওভারগুলোতে ভালো করেছে। আমার বিশ্বাস ছিল, ওরা আবারও পারবে।’

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন