মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

লকডাউনহীন অন্যরকম ব্যস্ততায় সিলেটে, মোড়ে মোড়ে যানজট

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০২১, ৩:৩২ পিএম

কঠোর লকডাউনে জীবনযাত্রা থমকে গিয়েছিল সিলেটে। জরুরি ছাড়া বাকি সবকিছুই ছিল বন্ধ। অবশেষে সেই ‘দমবন্ধ’ পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছে সিলেট। বিধিনিষেধ শিথিলের প্রথম দিন চলছে আজ। প্রথম দিন বৃহস্পতিবারে (১৫ জুলাই) সিলেট নগরীর সড়কগুলোতে দেখা গেছে মানুষের ভিড়। শুরু হয়েছে গণপরিবহনের চলাচল। এছাড়া নগরীর সব সড়কগুলোতে প্রাইভেটকার ও রিকশা সহ সব ধরনের যানবাহনের চলাচল বেশ আধিক্য রয়েছে। সেই কারনে মোড়ে মোড়ে যানজটের চিত্র বিদ্যমান। যানজন লাগবে হিমশীম খাচ্ছে ট্রাফিক পুলিশ।
আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) নগরীর মেন্দিবাগ পয়েন্ট, সোবহানীঘাট পয়েন্ট, নায়রপুর পয়েন্ট, মদিনামার্কেট, আম্বরখানা, চৌহাট্টা, রিকাববাজার, বন্দরবাজার (কোর্টপয়েন্ট), তালতলা, মধুবন মার্কেট পয়েন্ট, জিন্দাবাজার, শিবগঞ্জ ও টিলাগড় এলাকায় কেবল যানজটের দৃশ্য। এদিকে জেলার অভ্যন্তরীণ রুটে বাস চলাচল শুরু সহ যাত্রী পরিবহণ শুরু করেছে দূরপাল্লার বাসগুলো। সকাল থেকেই সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল কদমতলীতে দেখা গেছে সিলেট থেকে দেশের বিভিন্ন রুটে অর্ধেক যাত্রী আর বর্ধিত ভাড়া নিয়ে ছেড়ে গেছে দূরপাল্লার বাস। একইসাথে অভ্যন্তরীণ রুটের বাসগুলোও ছেড়ে যাচ্ছে যাচ্ছে নিজ গন্তব্যে অভিমুখে। তবে সড়কে গণপরিবহন চলাচল করায় স্বস্তি দেখা গেছে সাধারণ মানুষদের মধ্যে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন