দৈনিক ইনকিলাবের যশোর ব্যুরো প্রধান ও যশোর প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান তোতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী শ্রমিক আন্দোলনের জয়েন্ট সেক্রেটারী জেনারেল শহিদুল ইসলাম কবির। আজ শনিবার এক শোক বার্তায় শহিদুল ইসলাম কবির বলেন, মরহুম মিজানুর রহমান তোতা সাংবাদিকতার মাধ্যমে কৃষকের বন্ধু হয়ে উঠেছিলেন। তার তথ্যবহুল অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে কৃষি ও কৃষকের সমস্যার প্রকৃত চিত্র ফুটে উঠতো। মরহুম মিজানুর রহমান তোতার ইন্তেকালে কৃষি সেক্টর ও কৃষকের যে ক্ষতি হলো তা পূরণ হবার নয়। আল্লাহ রাব্বুল আলামীন মরহুম মিজানুর রহমান তোতা'র সকল ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। তিনি মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন