শনিবার ১২ অক্টােবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১, ০৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ছাতকে বখাটে কর্তৃক উত্যক্ত, গৃহবধুর আত্মহত্যা

ছাতক (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০২১, ৭:৫১ পিএম

সুনামগঞ্জের ছাতকে বখাটে যুবকের উত্যক্তে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মমতা বেগম (২২) নামের এক গৃহবধূ। তিনি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ছৈলা আফজলাবাদ ইউনিয়নের জগন্নাথপুর প্রকাশিত তেঘরী নোয়াগাঁও গ্রামের দুবাই প্রবাসী রাকিব আলীর স্ত্রী। তার রয়েছে ৪ বছরের এক শিশু সন্তান। ঘটনাটি ঘটেছে শনিবার বেলা আড়াইটায় সিলেটের বিশ্বনাথ উপজেলার লাকাকাজী ইউনিয়নের দেওয়াননগর গ্রামে।

জানা যায়, স্বামী প্রবাসে যাওয়ার পর সন্তানকে নিয়ে বাড়িতে একমাত্র ছেলেকে নিয়ে বসবাস করে আসছিলেন মমতা বেগম। পাশের বাড়ির ইরশাদ আলীর বখাটে ছেলে জামাল মিয়া তার সাথে প্রায়ই উত্যক্ত করে আসছিল। তার যন্ত্রনায় স্বামীর বাড়িতে থাকতে পারতেন না তিনি। এ জন্য তিনি পিত্রালয় ও মাঝে মধ্যে ছোট বোনের বাড়িতে বসবাস করতেন। বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ বৈঠক হলেও পিছু ছাড়েনা বখাটে জামাল।
সম্প্রতি পার্শ্ববর্তী বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের দেওয়াননগর গ্রামে ছোট বোনের জামাই আমির মিয়ার বাড়িতে বেড়াতে যান মমতা। সেখানে গিয়েও উত্যক্তসহ তাকে অপহরণের হুমকি-ধামকি দিয়ে আসছিল ওই বখাটে। বখাটের অব্যাহত উত্যক্ত ও অপহরণের হুমকিতে এবং মান সম্মানের ভয়ে গৃহবধু পরিবারের অজান্তে ঘরের তীরের সাথে গলায় ওড়না পেঁছিয়ে আত্মহত্যা করে। তীরের সাথে ঝুলন্ত অবস্থায় মমতাকে দেখে স্থানীয় মেম্বারের মাধ্যমে থানা পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে বিকেলে বিশ্বনাথ থানা পুলিশের এসআই মামুনুর রশিদ ঘটনাস্থল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়না তদন্তের জন্য লাশ পাঠানো হয় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। ময়না তদন্ত শেষে রোববার বিকেলে লাশ দাফন সম্পন্ন হয়।
নিহতের দুলা ভাই আমির আলী অভিযোগ করে বলেন, নোয়াগাঁও গ্রামের ইরশাদ আলীর বখাটে ছেলে জামাল মিয়া তার শ্যালিকাকে মোবাইল ফোনসহ বিভিন্ন ভাবে উত্যক্তসহ অপহরণের হুমকি দিয়ে আসছিল। তার এমন অনৈতিক কার্যকলাপে অতিষ্ঠ হয়ে মমতা আত্মহত্যার পথ বেঁচে নিয়েছে। এলাকার মখদ্দুছ আলী টুন্ডাই বলেন, জামালের অত্যাচার সহ্য করতে না পেরে মান সম্মানের ভয়ে সে আত্মহত্যা করেছে।
বিশ্বনাথ থানার এসআই মামুনুর রশিদ বলেন, ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে, লিখিত অভিযোগের প্রেক্ষিতে তদন্তক্রমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন