রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ডাইনোসরের নয়া প্রজাতির সন্ধান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০২১, ১২:০৬ এএম

মানুষের আগে পৃথিবীতে দাপিয়ে বেড়ানো ডাইনোসরদের নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। ঊনবিংশ শতাব্দীতে প্রথম ফসিল খুঁজে পাওয়ার পর থেকে আজও ডাইনোসর নিয়ে নতুন নতুন আবিষ্কার হয়ে চলেছে। সুদূর অতীত খুঁড়ে নিত্যনতুন তথ্য অনুসন্ধানের চেষ্টায় থাকেন বিজ্ঞানীরা। এবার আবিষ্কৃত হলো ডাইনোসরের একেবারে নতুন এক প্রজাতি। স্পেনের এক শহরে উদ্ধার হয়েছিল এই ডাইনোসরের জীবাশ্ম। তবে এই ডাইনোসর আবিষ্কৃত হয়েছিল দীর্ঘদিন আগে। ১৯৯৮ সালে মাটি খুঁড়ে এই ডাইনোসরের চোয়ালের জীবাশ্ম মিলেছিল। তারপর তা রাখা হয়েছিল সিংকটোরেস মিউজিয়ামে। সেই নমুনাটি নিয়ে গবেষণা করে বিজ্ঞানীরা জানতে পেরেছেন আজ থেকে ১৩ কোটি বছর আগে পৃথিবীতে ছিল এই ডাইনোসরদের অস্তিত্ব। এটি একেবারেই একটি নতুন প্রজাতি। বিখ্যাত স্পেনীয় ভূবিজ্ঞানী ও তার শহরের নামানুসারে এই প্রজাতির নাম দেওয়া হয়েছে পোর্তেলসরাস সসবায়নাতি। সংবাদ প্রতিদিন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন